স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি বাচিক শিল্পীদের অংশগ্রহণে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০ মার্চ) বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকার পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজনে এ আবৃত্তি অনুষ্ঠিত হয়।
নিবেদিত আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। এসময় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার দীপক চৌধুরী বাপ্পি, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব এস আর ওসমান গনি সজীব ও জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার কৃতি বাচিক শিল্পীরা অংশগ্রহণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply