সংবাদ শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের জন্য নিঃসন্দেহে এক মডেল প্রেসক্লাব- দৈনিক সংবাদের প্রকাশক প্রদীপ দত্ত ইউএনও ইরফান উদ্দিন’র নামে করা মিথ্যা মামলা খারিজ।। বাদী ও আইনজীবীকে আদালতের তিরস্কার ব্যতিক্রমী পথচলা : কোর্ট রোডে যন্ত্রণার মাঝেও দোয়া; আল আমীন শাহীন কমলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা। কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় সিএনজি চালক আটক কসবায় কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করেছে।। ছাত্রদল নেতা আটক ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক মামলার যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ইকরাম নিহত।। আটক-১ ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি স্থাপনাসহ আ’লীগ নেতাদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি স্থাপনাসহ আ’লীগ নেতাদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে গত ২৬ শে মার্চ দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবে অচল হয়ে পড়েছে পুরো ব্রাহ্মণবাড়িয়া। তাদের উগ্রবাদী সহিংসতার কবল থেকে রক্ষা পায়নি সরকারি স্থাপনা ও যানবাহন। 
আজ রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে বেপরোয়া হয়ে উঠেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়ে ব্যাপক ভাংচুর লুটতরাজ ও অগ্নিসংযোগ করছে দূর্বৃত্তরা। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ভবন।

সরজমিন ঘুরে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি এ রোড এলাকায় জেলা পরিষদ ভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন হরতালকারীরা। পরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে, ইন্ড্রাস্ট্রিয়াল স্কুল চত্বরে, জেলা শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সন্ধানী হাসপাতাল, হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়, মুন্সেফপাড়াস্থ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাসভবন, জেলা শহরের সরকারপাড়ায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন, দক্ষিণ মৌড়াইলে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেলের বাসভবনে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাসভবনে অগ্নিসংযোগ।

এদিকে হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে হরতালকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 
অপরদিকে, সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামিসহ অন্তত আরো ১০ জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে। 

পেশাগত দায়িত্ব পালন করতে আহত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অস্প্রদায়িক সম্প্রীতির ব্রাহ্মণবাড়িয়ার আকাশ জুড়ে আগুণের লেলিহান শিখায় পুড়ছে। গত তিন দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবে অচল ব্রাহ্মণবাড়িয়ায় জনসাধারণের মাঝে অজানা আশঙ্কা দেখা দিচ্ছে। জনজীবনে দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ১০:৪০)
  • ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2017 Somoynewsbd24.Com
Translate »