বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে গত ২৬ শে মার্চ দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবে অচল হয়ে পড়েছে পুরো ব্রাহ্মণবাড়িয়া। তাদের উগ্রবাদী সহিংসতার কবল থেকে রক্ষা পায়নি সরকারি স্থাপনা ও যানবাহন।
আজ রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে বেপরোয়া হয়ে উঠেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়ে ব্যাপক ভাংচুর লুটতরাজ ও অগ্নিসংযোগ করছে দূর্বৃত্তরা।
সরজমিন ঘুরে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি এ রোড এলাকায় জেলা পরিষদ ভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন হরতালকারীরা। পরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে, ইন্ড্রাস্ট্রিয়াল স্কুল চত্বরে, জেলা শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সন্ধানী হাসপাতাল, হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়, মুন্সেফপাড়াস্থ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাসভবন, জেলা শহরের সরকারপাড়ায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন, দক্ষিণ মৌড়াইলে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেলের বাসভবনে।
এদিকে হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে হরতালকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অপরদিকে, সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামিসহ অন্তত আরো ১০ জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অস্প্রদায়িক সম্প্রীতির ব্রাহ্মণবাড়িয়ার আকাশ জুড়ে আগুণের লেলিহান শিখায় পুড়ছে। গত তিন দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের তাণ্ডবে অচল ব্রাহ্মণবাড়িয়ায় জনসাধারণের মাঝে অজানা আশঙ্কা দেখা দিচ্ছে। জনজীবনে দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply