স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গত রবিবারের ঘটনার সময় সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেছি। জেলার ডিসি ও এসপির সহায়তা চেয়েছি। থানার ওসিকে ফোন করেছি। অ্যাকশনে যেতে বলেছি। আমি তো আর দারোগার ভূমিকায় নামতে পারি না।
গতকাল সোমবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, নাসিরনগরের হামলাসহ আগের ঘটনা গুলোতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে আইনের আওতায় আনা হয়নি। কেন আনা হয়নি জানি না। আর গত রবিবারের সমস্ত ঘটনার দায়-দায়িত্ব হেফাজতকেই নিতে হবে। তিনি বলেন, হেফাজতের পাশাপাশি সদ্য অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে পরাজিত বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জহিরুল হক খোকন ও আওয়ামীলীগ বিদ্রোহী মেয়র প্রার্থী হাজী মাহমুদুল হক ভুইয়ারও সংশ্লিষ্টতা রয়েছে এই সহিংসতার ঘটনায়। আমরা বর্বোরচিত এ ন্যাক্কারজনক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচার চাই। হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ব্রাহ্মণবাড়িয়াবাসী ইতিহাসের অন্যতম নারকীয় তাণ্ডবের বিভীষিকা রুপ দেখেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন।
এদিকে, এর আগে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি হেফাজতের তাণ্ডবে জেলা শহরে সরকারি বেসরকারি স্থাপনাসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত স্থাপনা ও বাড়িঘর পরিদর্শন করেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সভাপতির কার্যালয়, পৌরসভা মেয়র মিসেস নায়ার কবিরের বাসভবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয় ও তার বাসভবন, বঙ্গবন্ধু স্কয়ার, শহীদ ধীরেন্দ্র ভাষা চত্বর, শিল্পকলা একাডেমি, পৌরসভা কার্যালয়,
ওস্তাদ আলাউদ্দীন খাঁ পৌর মিলনায়তন, আনন্দময়ী কালীমন্দির, প্রেসক্লাব, হরিজন সম্প্রদায়ের আবাসন এলাকা, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক প্রয়াত চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিছারের বাসভবন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভনের বাসভবন, রেলওয়ে স্টেশন, সদর ভূমি অফিস।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply