সংবাদ শিরোনাম
সরাইলে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ।। আহত-৩০ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এলাকায় বানরর কামড়ে শিক্ষার্থীসহ ১০ জন আহত অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানালো শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী বিজয়নগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে রক্তাক্ত হলেন পুলিশের এএসআই শেখ সাদি সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন।। মনসুর সভাপতি ও নাজমুল সাধারন সম্পাদক নির্বাচিত প্রধান বিচারপতির সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান’র বৈঠক ভিপি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ-অধিকার পরিষদ উত্তরায় জিএম কাদেরের বাসার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন কুড়িগ্রামে দীর্ঘ ২৮বছর পর সন্তানকে ফিরে পেল বাবা মা ঘরজামাই’ বলে উপহাস করায় কি‌শোরী‌কে হত্যা করেন ফুফা
হেফাজতের নারকীয় তান্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ

হেফাজতের নারকীয় তান্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাড়ি ও অফিস, জেলা আওয়ামীলীগ কার্যালয়, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন এর বাড়ি, বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর ম্যুরাল, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে হেফাজত সমর্থকদের নারকীয় তান্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবী করেন। এসময় নেতৃবৃন্দ হেফাজতি তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। নেতৃবৃন্দ বলেন, গত ২৬ মার্চ ও ২৮ মার্চ হেফাজত সমর্থকদের তান্ডবের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনক কারণে সম্পূর্ণ নিস্ক্রিয় ছিলো। ঘটনার সময় সর্বাত্মকভাবে প্রশাসন ও পুলিশের সহায়তা চেয়েও পায়নি কেউ। নেতৃবৃন্দ প্রশাসন ও পুলিশের নিস্ক্রিয়তার বিষয়ে বিভাগীয় তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনারও দাবী জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com