ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাড়ি ও অফিস, জেলা আওয়ামীলীগ কার্যালয়, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন এর বাড়ি, বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর ম্যুরাল, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে হেফাজত সমর্থকদের নারকীয় তান্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবী করেন। এসময় নেতৃবৃন্দ হেফাজতি তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। নেতৃবৃন্দ বলেন, গত ২৬ মার্চ ও ২৮ মার্চ হেফাজত সমর্থকদের তান্ডবের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনক কারণে সম্পূর্ণ নিস্ক্রিয় ছিলো। ঘটনার সময় সর্বাত্মকভাবে প্রশাসন ও পুলিশের সহায়তা চেয়েও পায়নি কেউ। নেতৃবৃন্দ প্রশাসন ও পুলিশের নিস্ক্রিয়তার বিষয়ে বিভাগীয় তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনারও দাবী জানান। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply