স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছেন।
সোমবার (০৫ এপ্রিল) সকাল ৬ টা হতে বিজয়নগর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পরিষদ এর সম্মুখের মির্জাপুর মোড়, আমতলী বাজার, চান্দুরা বিশ্বরোড, ইসলামপুর বাজার, সাতবর্গ বাজার, বুধন্তি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার কে.এম. ইয়াসির আরাফাত।
এসময় তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ টি মামলায় ২০ জনকে বিভিন্ন মেয়াদে ২১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় ইউএনও কে এম ইয়াসির আরাফাত জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন ও সচেতনতামূলক মাইকিং করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply