স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার দুপুর সাড়ে ৩ টায় উপজেলার কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে কুট্টাপাড়া এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির পোশাক দেখে মনে হচ্ছে তিনি ভবঘুরে বা পাগল ছিলেন। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply