মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের চটিপাড়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮০ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের দৌলত পাঠান চটিপাড়া গ্রামের শাহজাহান ফকির ও তার দুই ভাইয়ের নিকট থেকে পুকুরটি ৩ বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ করতে থাকে। পূর্ব শত্রুতার জেরধরে গতকাল শনিবার রাতে গ্রামের মৃত মীর আলীর ছেলে লুলু মিয়া, তার ছেলে এরশাদ মিয়া ও জমির মিয়া মিলে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে লীজ গ্রহীতার প্রায় ৮০ হাজার টাকার মাছ মরে ধ্বংস হয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply