স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১ টায় রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের একাধিক টিম।
গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগের ডিসি মোঃ হারুন অর রশীদ গণমাধ্যমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মামুনুল হক এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা, তেজগাঁও থানা, পল্টন থানাসহ দেশের কয়েকটি থানায় সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
এদিকে গত, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে বিক্ষোভ করেন হেফাজতে ইসলাম। মোদির বিরোধীতায় ২৬ মার্চ প্রথমে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সহিংসতা শুরু করেন হেফাজতে ইসলাম। এ ঘটনার জেরধরে চট্রগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত সহিংসতা শুরু করেন। এসব ঘটনার জেরে গত ২৮ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন হেফাজতে ইসলাম। সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে ব্যাপক ভাংচুর অগ্নিসংযোগ করেন হেফাজত। এতে সারাদেশে অনেক হতাহতের ঘটনা ঘটে। গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ টানা তিনদিনে হেফাজতের কর্মী সমর্থকদের সাথে বিএনপি জামাত ও শিবিরের কর্মীরা অংশগ্রহণ করে রাষ্ট্রীয় স্থাপনা, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরও হামলা করেন তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply