স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মনির-(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার গোর্কণঘাট গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মনির গোর্কণঘাট গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।
নিহত শিশুর মা খাদিজা বেগম জানান, রোববার দুপুর ১২টার দিকে মনির বাড়ির পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা মনিরকে পুকুর থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম বলেন, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply