স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাহেবনগর গ্রামের মোঃ সবুজ মিয়া-(৩৩) ও একই উপজেলার মেজের কান্দি গ্রামের মোঃ সফি উল্লাহ-(২৫)। বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে তল্লাশী করে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply