ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া অটোরিকশা চালক তোবারক হোসেন (৪০) এর পাশে দাড়িয়েছে ‘মানবিক সরাইল’ নামের সংগঠনটি। তোবারক হোসেন সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা। পঙ্গু হয়ে যাওয়ার পর তিনি বেকার হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি শেষ সম্বলও খুঁইয়েছেন। এখন একেবারেই নিঃস্ব। তোবারকের এই দুঃ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন ‘মানবিক সরাইল’ নামের সংগঠনটি। কঠিন এই দুঃসময়ে তারা প্রতিবন্ধী তোবারকে দিয়েছেন একটি ব্যাটারি চালিত ইজিবাইক।
গতকাল বুধবার বিকেলে সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে তাঁর হাতে অটোরিকশাটি তুলে দেন ‘মানবিক সরাইল’ নামের সংগঠনের আজীবন দাতাসদস্য কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসের সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, সাংবাদিক শফিকুর রহমান ও নারায়ণ চক্রবর্তী প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply