স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ও ইনডোর চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০২ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের ঘেরাগাঁও এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ও ইনডোর চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এর ফলে উপজেলার সর্বস্তরের নাগরিকরা ২৪ ঘন্টা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাসুম, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply