সংবাদ শিরোনাম
সরাইলে বজ্রপাতে দুটি মহিষের মর্মান্তিক মৃত্যু কমলগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল চট্রগ্রাম থেকে গ্রেফতার কমলগঞ্জে আগুনে পুড়ে বসতবাড়িসহ ৪ দোকান ভস্মিভূত কমলগঞ্জে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ। অভিযুক্ত যুবক গ্রেফতার আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার ৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ।। কমলগঞ্জের দেড় হাজার চা শ্রমিক পেলো ২০ কেজি করে চাল সরাইল ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদন্ড কমলগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ।। একজন গ্রেপ্তার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতি তান্ডবের ঘটনায় কওমি ছাত্র ঐক্য পরিষদের সেক্রেটারি মাও. বিল্লাল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতি তান্ডবের ঘটনায় কওমি ছাত্র ঐক্য পরিষদের সেক্রেটারি মাও. বিল্লাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসেন-(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাওলানা বিল্লাল হোসেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাওলানা বিল্লাল হোসেন হেফাজতের তান্ডবের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে। তাঁকে তান্ডবের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তিনি বলেন, হেফাজতের তান্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়। এ সকল মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামী করা হয়। পুলিশ শনিবার রাত পর্যন্ত ৪০৯জনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। এসময় হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিনত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com