স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার উদ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌর এলাকার অসহায় ও অতিদরিদ্র ৪৬২১ জনের মধ্যে সাড়ে ৪ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সোমবার সকালে পৌরসভা কার্যালয় চত্বরে পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, পৌর সভার সচিব মোঃ শামসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম শাহজাদা, প্যানেল মেয়র হোসনে আরা বাবুল, মীর মোঃ শাহীন, হিসাব রক্ষক গোলাম কাউসার প্রমুখ।
পরে অতিথিগন অসহায় ও অতিদরিদ্রদের মাঝে নগদ ৪৫০ টাকা করে প্রদান করেন।পর্যায়ক্রমে পৌর এলাকা ১২টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১জনের মাঝে ৪৫০ টাকা করে
উপহার হিসেবে দেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply