স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে জুয়ারিসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ ওয়াসিম (৪২), পিতা-মৃত আবুল হোসেন সাং-উত্তর সুহিলপুর, মোঃ আল আমিন (৩০), পিতা- মৃত ইউনুছ মিয়া, সাং- নন্দনপুর, মোঃ আকিবুর রহমান (৩২), পিতা- আব্দুল আলী, সাং-কলামুড়ি, সুলমান মিয়া (২৬), পিতা- আলতাব আলী, সাং- উত্তর সুহিলপুর, শাহাজাহান (৪০), পিতা-মৃত শাহাদাত আলী, সাং- নন্দনপুর, মোঃ শাওয়াল মিয়া (৪০), পিতা মোঃ হেলু মিয়া, সাং- উত্তর সুহিলপুর, রেনু মিয়া (৫৫), পিতা- মৃত মজনু মিয়া, সাং- উত্তর সুহিলপুর, মোঃ ইয়াছিন মিয়া (৪০), পিতা- আলী আকবর, সাং- উত্তর সুহিলপুর, উপজেলা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার (০৬ মে) বেলা সাড়ে ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামের বাসিন্দা কামাল মিয়ার বাড়ির পার্শ্বের কাঠ গাছের বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাস আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামের বাসিন্দা কামাল মিয়ার বাড়ির উঠানের পার্শ্বের কাঠ বাগানে অভিযান পরিচালনা করে জুয়ারীসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২৩ হাজার ১শত ৭০ টাকা,০১ টি ত্রিপল উদ্ধার করে জব্দ করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply