নুরুল বশর মানিক কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ আরও সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিয়ন্ত্রণ কক্ষের পাশাপাশি কক্সবাজারের উপকূলীয় অঞ্চলগুলোতে চার নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে। এদিকে দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত থাকায় সাগরে মাছ ধরার ট্রলার ও নৌযান গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার (১ মে) বিকেলে এক সভায় কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.আশরাফুল আবছার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় ‘ফোনি’ মোকাবেলায় সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক রাখা হয়েছে। একইভাবে রেডক্রিসেন্ট সোসাইটির সব সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোকেও। পাশাপাশি উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গাদের কথা বিবেচনা করে কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে আলাদাভাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply