স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি তান্ডবের ঘটনায় অভিযুক্ত হেফাজত নেতাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পালিয়ে থাকা হেফাজত ইসলামের নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী-(৪৪) কে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াকুব উসমানী হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারি প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন ওই হেফাজত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও সরাইলে তান্ডব চালায় হেফাজত ইসলাম। এ ঘটনায় মোট ৫৬ টি মামলা হলে বৃহস্পতিবার বিকেল নাগাদ পুলিশ ৪৩৫ জনকে গ্রেপ্তার করে। সাম্প্রতিক সময়ে হেফাজত নেতারা গ্রেপ্তার হওয়ায় দলটিতে আতঙ্ক বিরাজ করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply