স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
প্রথম আলো’র সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার এবং তার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ মে) বিকাল ৩ টায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকন্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা প্রেসক্লাবে যুগ্ম আহবায়ক ও দি বাংলাদেশ টুডে’র প্রতিনিধি এস এম টিপু চৌধুরী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক ও আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার কামরুল হাসান শান্ত।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক সদস্য দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি মোঃ সাদেকুর রহমান, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ হাবিব, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মোস্তফা কামাল সোহেল, তাজুল ইসলাম আপন, দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি হোসাইন আলমগীর, কাজী আল আমিন, আমানুর রশিদ ভূঞা, হোসাইন মোহাম্মদ রুবেল, বিল্লাল হোসেন, মোঃ হাবুল মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা মানববন্ধন থেকে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply