স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেওয়া বিধিনিষেধ ও নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ কাঠ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুর ১ টায় বিজয়নগর উপজেলার আমতলী বাজারে সড়কে অবৈধ স্থাপনা রাখার দায়ে ৫ কাঠ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার আমতলী বাজারে কাঠ ব্যবসায়ীরা সড়কে কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ০৫ কাঠ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন ও কাঠ সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়। এসময় সড়কে প্রতিব্ধকতা সৃষ্টি, ফার্মেসীতে অনুৃমোদনহীন ঔষধ রাখা, জনসম্মুখে ধুমপান করা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন,২০০৫ ও সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর
বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১১ জনকে ১১টি মামলায় ২১ হাজার ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় হতদরিদ্র জনগণের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সচেতন করা ও বিনামূল্যে সরকারি মাস্ক বিতরণ করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply