স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মহসিন উদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত মহসিন উদ্দিন ভূইয়া গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ২০১৮ সালে আখাউড়া থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় মহসিন উদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply