স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেন চালককে মারধর করেছেন মোটরবাইক আরোহী যুবকরা। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৯ মে) বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরবাইক আরোহীরা ট্রেনের দুই চালককে মারধর করেন।
জানা যায়, আজ শনিবার বিকেল ৩ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরবাইক আরোহীরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এসময় মালবাহী ট্রেন চালক ট্রেনটিকে থামিয়ে দেন। পরে মোটরবাইক আরোহীরা রেললাইনের পাশ থেকে ওঠে এসে ট্রেন চালক আনোয়ার হোসেন (৪৫) ও সহকারী ট্রেন চালক জসিম উদ্দিনকে (৪০) ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। এসময় তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার পর থেকে ট্রেনটি রেলক্রসিং এলাকায় আটকা পড়ার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) সালাহউদ্দিন জানান, গত ২৬ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সিগনালিং ব্যবস্থা অকার্যকর হয়ে আছে। সে জন্য এ দুর্ঘটনাটি ঘটেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply