মতিউর মুন্না//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়াতে একই সময়ের মধ্যে তিনটি ফুটফুটে জমজ কন্যা সন্তানের জন্ম দিলেন সুমাইয়া আক্তার নামে এক মা।
সোমবার (৩১ মে) দুপুরে জেলা শহরের রামকানাই হাই একাডেমী উচ্চ বিদ্যালয় রোডে “স্ট্যান্ডার্ড হসপিটাল” নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিনটি জমজ কন্যা সন্তান সফলভাবে প্রসব করতে সক্ষম হন ঐ গৃহবধূ। সুমাইয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুুর গ্রামের আল আমিন মিয়ার স্ত্রী। এর আগে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
গাইনী বিশেষজ্ঞ লুৎফুন্নাহার লুৎফা, ঐ গৃহবধূ সুমাইয়া আক্তারকে সফলভাবে সিজারিয়ান অপারেশন করার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।
গাইনী চিকিৎসক লুৎফুন্নাহার লুৎফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গৃহবধূ সুমাইয়া আক্তার ফুটফুটে এই তিনটি জমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা এবং নবজাতক তিন কন্যা সন্তান সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে।
স্ট্যান্ডার্ড হসপিটালের ওয়ার্ড মাস্টার মোঃ হেলাল উদ্দিন এ প্রতিবেদককে জানান, সোমবার দুপুরে সফলভাবে সুমাইয়া জমজ তিন কন্যা সন্তানের জন্ম দেন। তারা এখন সুস্থ আছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply