স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি সাজিদুর রহমান ও সাধারন সম্পাদক মুফতি মোবারক উল্লাহ সহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৪ জুন) সকাল ১১ টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় এ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন, স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর রাজনৈতিক উপদেষ্টা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিউল আলম লিটন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক মনজুরুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নুর, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফসহ বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক আইনজীবী, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন জনসাধারণ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply