ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির বলেছেন, আামাদের জনসংখ্যার অর্ধেকই নারী। এখন আর নারীরা নেই। বর্তমান সরকার নারীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের নারীদের উন্নয়নে বরাবরই প্রধান বাধা ছিল,আমাদের পুর“ষতান্ত্রিক সমাজের পেছনমুখো মনোভাব। এজন্যই এদেশের বেশিরভাগ নারীই গৃহিনী। গৃহের বাইরে যেন তাদের যাবার নয়। নারী শুধুগৃহবধু হয়ে থাকলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নারী ফেডারেশন তৃণমূল নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নারী ফেডারেশনের আওতায় বিভিন্ন নারী সংগঠনের তৃণমূল কমর্ীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যবিধি অনুস্মরণ পূর্বক এ সময় ১৩ নারী কমর্ীর মাঝে ৫ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
পৌরসভা নারী ফেডারেশনের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর নিলুফা ইয়াছমিন, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, উপ সহকারী সুমন দত্ত প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply