কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ -(৭০) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ –রাজিউন)।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকরেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টায় আদমপুর ইউনিয়নের জালাল শাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply