স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিহাত হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছেন।
মঙ্গলবার (১৫ জুন) বেলা সোয়া ১২ টায় জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল পূর্ব পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত যুবক জিহাদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে। বাবা-মা না থাকায় নিহত জিহাদ কয়েক বছর ধরে তার খালাতো বোনের বাড়ি বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে থাকতেন।
জানা যায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা বেগমের সাথে একই ইউনিয়নের সিঙ্গারবিল পূর্বপাড়ার মালু মিয়ার ছেলে সৌদি প্রবাসী সেলিমের সাথে বিয়ে হয়। কিছুদিন ধরে নিপা ও সেলিমের (স্বামী-স্ত্রী) সাথে মনোমালিন্য চলছে। এর জেরধরে দুই পরিবারের মাঝে বিরোধ চলছে। গতকাল সোমবার মোবাইল ফোনে স্ত্রী নিপা বেগমের সাথে সৌদি প্রবাসী স্বামী সেলিমের বাকবিতণ্ডা হয়। এসব ঘটনায় গতকাল সোমবার নিপার বাবা ইব্রাহিম ও সেলিমের বাবা মালু মিয়ার তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের জেরধরে আজ মঙ্গলবার সকালে ইব্রাহিমের পরিবারের লোকজন সিঙ্গারবিল বাজারে আসলে তাদেরকে মারধোর করেন মালু মিয়া ও তার লোকজন। এ ঘটনার খবর পেয়ে ইব্রাহিম ও তার বাড়ির লোকজন এসে মালু মিয়ার লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে নিহত জিহাদ ছুরিকাহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় জিহাদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টায় জিহাদ মারা যান।
এদিকে, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মালু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী দূর্ঘটনা এড়াতে বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply