ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ মোস্তফা কামাল (৫৭) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপ ও চালককে আটক করা যায়নি।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার কালামুড়িয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা কামাল কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মৃত আলী আজমের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮ টায় থানার পিসিসি নং- ৭০১ ও সাধারণ ডায়েরী নং- ১১০৭, তারিখ- ১৭/০৬/২০২১খ্রিঃ মূলে এসআই (নিঃ) মোঃ মোস্তফা ও সঙ্গীয় কং/১২৫৭ মোঃ শাহাদাত হোসেন, কং/৪৯৩ মোঃ আবদুল কুদ্দুস, ড্রাই কং/৯৫২ আলাউদ্দিন রাত্রিকালীন মোবাইল- ৭ ডিউটিতে মোতায়েন ছিল। ডিউটিরত অবস্থায় রাত সাড়ে ১০ টায় কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া চেক পোস্ট সংলগ্ন কামালের দোকানের সামনের রাস্তায় এসআই (নিঃ) মোঃ মোস্তফা কুমিল্লাগামী অজ্ঞাতনামা একটি পিকআপ ধাক্কা মেরে কুমিল্লার অভিমুখে দ্রুত চলে যায়। এতে এসআই মোঃ মোস্তফা মাথায়, বুকে ও পায়ে গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) এবং অফিসার ইনচার্জ কসবা থানা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মোস্তফা কামালের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply