সংবাদ শিরোনাম
আল মামুন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের শোক ওপারে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত উবায়দুল মোকতাদিরের ‘রক্তের শপথে হই বলিয়ান’ গ্রন্থের প্রকাশনা উৎসব বিশ্ব পর্যটন দিবসে কমলগঞ্জে র‍্যালি ও পথসভা ব্রাহ্মণবাড়িয়ায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় মা নিহত ও শিশু সন্তান আহত জান্নাতের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অবসরপ্রাপ্ত সার্ভেয়ার মতিউর রহমানের ইন্তেকাল

১শত ৩টাকায় পুলিশে চাকরী পেলেন ৯৮ জন

১শত ৩টাকায় পুলিশে চাকরী পেলেন ৯৮ জন

সময়নিউজবিডি রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে কনস্টেবল পদে ৯৮জন নিয়োগ পেয়েছেন। গত ৩জুলাই থেকে ৯জুলাই পর্যন্ত জেলা পুলিশ লাইনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
নিয়োগ পাওয়াদের মধ্যে ৫৯জন নারী ও ৩৯ জন পুরুষ পুলিশ কে বাছাই করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশের কনস্টেবল পদে চাকরী প্রার্থীরা অংশ গ্রহণ করেন। সব কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনে ফলাফল ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন বিপিএম পিপিএম। 

এসময় তিনি বলেন, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হবার পর যোগ্যরা পুলিশ কনস্টেবল পদে চাকরী পেয়েছে। নিয়োগে সকল প্রক্রিয়া ছিল স্বচ্ছ। কোন প্রকার তদবির আমলে নেওয়া হয়নি। মাত্র ১০৩টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে-মেয়েরা পুলিশে চাকরী পেয়েছে।

ফলাফল ঘোষনা করছেন এসপি আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম।

এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, কুমিল্লা পুলিশ সুপার ইমন চৌধুরী, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com