“আশ্রয়নের অধিকার শেখ হসিনার উপহার” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১৪৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে সরকারি ঘর হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকাল সোয়া ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলায় ১৪৯ টিসহ সারা দেশে ৫৩ হাজার ৩৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে এসব সরকারি ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উপজেলা প্রশাসন আয়োজিত গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে সরকারি ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা। পরে অতিথিরা উপকারভোগীদের মধ্যে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে “আশ্রয়নের অধিকার ‘ শেখ হাসিনার উপহার ‘ হিসেবে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে সরকারি খাস খতিয়ানের জায়গা থেকে প্রত্যেক পরিবারকে দুই শতক জায়গা বরাদ্দ দিয়ে একটি করে আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর
Leave a Reply