স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদকের মামলায় মহেব আলী-(৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড একই সাথে ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মামলার অপর ৮ আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
সোমবার (২১ জুন) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদন্ড পাওয়া মহেব আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের মরহুম মতুর্জ আলীর ছেলে।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের সামসু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনা ও ফারুক, একই এলাকার রুপ মিয়ার ছেলে শরীফ, জানু মেকারের ছেলে মানিক মিয়া, শের আলীর ছেলে বোরহান উদ্দিন, উপজেলার মেরাশানী গ্রামের মরহুম তাহের মিয়ার ছেলে জুবায়ের মিয়া, একই এলাকার গিয়াস মিয়ার ছেলে মানিক মিয়া ও জজ মিয়ার ছেলে সাচ্চু মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ জুন রাত সোয়া ১২টার দিকে বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর কবরস্থানের কাছ থেকে ৯৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মহেব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় অপর আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মহবে আলীসহ ৯জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এই মামলায় সাক্ষ্য গ্রহন শেষে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম মহেব আলীকে যাবজ্জীবন কারাদন্ড একই সাথে ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অভিযুক্ত অপর ৮ আসামীর বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষনাকালে মামলার সকল আসামী এজলাসে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মামলার আসামী পক্ষের আইনজীবী উম্মে শবনম মুস্তারী মৌসুমী বলেন, মামলার রায়ে আমরা ন্যায় বিচার পাইনি, আমরা সংক্ষুব্ধ। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
এ ব্যাপারে মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি শরিফুল ইসলাম বলেন, আদালত যৌক্তিক ভাবে এই মামলাটির রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply