স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
এবার ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের শিকার হলেন জেলা জামে মসজিদের খতীব মাওলানা সিগবাতুল্লাহ ও মসজিদের খাদেম মনির হোসেন।
বুধবার (২৩ জুন) ভোরে জেলা শহরের মধ্যপাড়া দীঘিরপাড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বুধবার ফজর নামাজের পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতীব মাওলানা সিগবাতুল্লাহ মসজিদের খাদেম মনির হোসেনকে নিয়ে মধ্যপাড়ার নিজ বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে শহরের মধ্যপাড়া দীঘিরপাড় এলাকায় আসলে একদল ছিনতাইকারী তাদেরকে আটক করে মোবাইল ফোন ও জেলা জামে মসজিদের চাবি ছিনিয়ে নিয়ে যায়।
জেলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তিনি দ্রুত ছিনতাই হওয়া মোবাইল ফোন ও চাবি উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জেলা জামে মসজিদের খাদেম মনির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দ্রুত মালামাল গুলো উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply