বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথচলার ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩ জুন) সন্ধায় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কেটে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন, পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান মাস্টার, পাকশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, মুখলেছুর রহমান, কায়কোবাদ, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের নেতা কাজী আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিন খান, যুগ্ন আহবায়ক বাবুল হোসেন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply