স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী সোমবার (২৮ জুন) সীমিত পরিসরে ও বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ।
শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি সূত্র জানায়, মহামারি করোনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে এবং আগামী বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে, সোমবার লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠানও সীমিত লকডাউনে চালু থাকবে।
এদিকে, সোমবার থেকে সীমিত লকডাউনে কিছু প্রতিষ্ঠান খোলা থাকলেও পহেলা জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন পালন করা হবে। তবে কঠোর লকডাউনে শিল্প কারখানা ও রপ্তানীমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা চালু রাখার সম্ভাবনা রয়েছে। সীমিত পরিসরে লকডাউন চলাকালে হোটেল রেস্তোরাঁ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ কিছু কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। কিন্তু বৃহস্পতিবার থেকে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হবে। এসময় জরুরি সেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ রাখা হবে। তবে সেটি আরো স্পষ্ট হবে আগামীকাল রবিবার।
করোনাসংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির এক সভায় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ১৪ দিন সারাদেশে কঠোর “শাটডাউন” দেওয়ার সুপারিশ করা হয়। যাতে এ সময়ে জরুরি পরিসেবা ব্যতীত সকল প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর প্রেক্ষিতে আগামী সোমবার থেকে সারাদেশে সীমিত ও বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, লকডাউন বাস্তবায়নে সারাদেশে পুলিশ বিজির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হতে পারে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো অনলাইন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply