স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের পৃথক অভিযানে মোঃ কবির (২০), মোঃ মোস্তাকিম মিয়া (১৯) ও মোঃ আশরাফুল মিয়া (১৯) নামে তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে জেলার আখাউড়া উপজেলার রাণীখার গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মোঃ কবির মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৯ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়। অপরদিকে একই দিন সকাল সোয়া ১০ টায় একই স্থানে অভিযান চালিয়ে জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে মোঃ মোস্তাকিম মিয়া ও একই গ্রামের মোঃ সাচ্চু মিয়ার ছেলে মোঃ আশরাফুল মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply