সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩০ জুন) সকালে সরাইল উপজেলা প্রেসক্লাবে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পাঠক ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মন মিয়ার সভাপতিত্বে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কলামিষ্ট আবেদুর আর শাহিন, সহ-সভাপতি শরিফ উদ্দিন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাংবাদিক কামাল পাঠান, সাংবাদিক আব্দুল মমিন, রূপালী বাংলার উপজেলা প্রতিনিধি অজুফা বেগম।
সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা প্রেসক্লবের সদস্য উপজেলার বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও পাঠক বৃন্দ। ঘন্টাব্যাপী আলোচনা সভায় বক্তারা বলেন, যায়যায়দিন ধুমকেতুর মত এসে মাত্র ষোল বছরে পাঠকমহলে স্থান পেয়েছে। পরিশেষে পত্রিকাটির আরো উন্নতি কামনা করেন বক্তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply