সরাইল,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদির (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকায় বিদেশ যাওয়ার টাকা ফেরৎ দেয়া নিয়ে কথা কাটাকাটির এক পযার্য়ে সংঘর্ষ বাঁধে। এসময় খুনের এ ঘটনাটি ঘটে।
পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম ও এলাকাবাসী বলেন, শোলাবাড়ি গ্রামের লিল মিয়ার পুত্র রমজান মিয়া গত আড়াই বছর আগে শোলাবাড়ি গ্রামের বজলুর রহমানের পুত্র আব্দুল কাদিরকে ইরাকে পাঠান। ইরাক থেকে আব্দুল কাদির ১০দিন পর দেশে ফিরে আসে। কয়েকদিন আগে এলাকাবাসী এনিয়ে কয়েক দফা বৈঠক করে রমজান মিয়াকে ৫০ হাজার টাকা ও পাসপোর্ট ফেরৎ দেয়ার জন্য বলা হয়। এ বিষয়টি নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত ও লাঠির আঘাতে আব্দুল কাদির গুরুতর আহত হলে হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply