গত ৩০ জুন বুধবার রাতে শহরের পাইকপাড়াস্থ সানসাইন এডুকেশন হোমে জুম অ্যাপসে ও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে রোটাবর্ষ ২০২১-২০২২ এর ইয়ার লান্সিং অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীত ও রোটারী প্রত্যয়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ শফিকুর রহমান পিএইচএফ। অনুষ্ঠানের শুরুতেই কলার বেল্ট ও বেল হস্তান্তরের মাধ্যমে নবাগত প্রেসিডেন্ট রোটাঃ সাংবাদিক মোঃ শাহজাদাকে পিএইচএফকে বরণ করে নেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ প্রিন্সিপাল মু মুজিবুর রহমান পিএইচএফ, রোটারী ডিষ্ট্রিক ৩২৮২ এসিস্ট্যান্ট গভর্ণর রোটাঃ গোলাম মোস্তফা, রোটাঃ পিপি ডাঃ মোঃ ফখরুজ্জামান ভূইয়া এমপিএইচএফ, রোটাঃ পিপি ইঞ্জিনিয়ার আমানুল্লাহ বাহার পিএইচএফ, রোটাঃ পিপি জসিম উদ্দিন পিএইচএফ, রোটাঃ পিপি ডাঃ সৈয়দ সাদরুল হুদা নিয়াজ এমপিএইচএফ, রোটাঃ পিপি ডাঃ মোঃ মনির হোসেন পিএইচএফ, রোটাঃ পিপি আনিছুর রহমান চৌধুরী পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ মোস্তাফিজুর রহমান, বিদায়ী ক্লাব সেক্রেটারী রোটাঃ ইঞ্জিঃ মাসুদ আল মামুন পিএইচএফ, নবাগত ক্লাব সেক্রেটারী রোটাঃ ইঞ্জিঃ এম এম কামাল উদ্দিন পিএইচএফ, রোটাঃ হুমায়ুন কবির পিএইচএফ, রোটাঃ আব্দুল কাইয়ুম পিএইচএফ, রোটাঃ মোখলেছুর রহমান পিএইচএফ, রোটাঃ মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য গুর“ত্বারোপ করেন এবং বিশ্ব মানবতার কল্যাণে একযোগে কাজ করার জন্য নবাগত বোর্ড ডিরেক্টর ও সকল রোটারীয়ানদের প্রতি আহবান জানান। এছাড়াও বর্তমান মহামারী কোভিড-১৯ সক আলোচনা শেষে রোটাঃ পিপি ডাঃ মোঃ আবু সাঈদ পিএইচএফ এর আশুরোগ মুক্তি কামনা দোয়া করা হয়। পরে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে নৈশভোজ অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply