সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সম্মেলনের ২০ মাস পর কমলগঞ্জ উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সম্মেলনের ২০ মাস পর কমলগঞ্জ উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কমলগঞ্জ, (মৌলভীবাজার) প্রতিনিধি

সম্মেলনের প্রায় ২০ মাস পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি (২০১৯-২২) ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ। এতে আছলম ইকবাল মিলন সভাপতি এবং এড. এ এস এম আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান কমিটির অনুমোদনের কপি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান এর হাতে তুলে দেন। কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান এসময় বলেন, দীর্ঘ ১৫ বছর পর ২০১৯ সালের ৯ নভেম্বর কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় ২০ মাস পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি উপজেলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে  ফজলুল হক বাদশা, মো. সিদ্দেক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, অধ্যক্ষ নুরুল ইসলাম, মো. আব্দুল মছব্বির, অশোক বিজয় দেব কানুনগো কাজল, অধ্যাপক হারুন অর রশিদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, খন্দকার আহমদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.আব্দুল হান্নান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মো. ইফতেখার আহমেদ বদরুল, আইন বিষয়ক সম্পাদক পদে এড: আমিরুল ইসলাম পংকি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুল মন্নান (১), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ (চেয়ারম্যান), ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছিত, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল মন্নান (২), ধর্ম বিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন (১), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোসাহিদ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আকবর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে এড. রোকসানা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. এ এস এম মাহফুজুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ধীরেন্দ্র কুমার ধর, শ্রম সম্পাদক পদে গরানা অলমিক, সাংস্কৃতিক সম্পাদক পদে বলরাম সিংহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদে সম্পাদক সাব্বির আহমদ ভঁূইয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. জুয়েল আহমদ (মেয়র), জুনেল আহমদ তরফদার, এড. মো. সানোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে হামিদুল হক চৌধুরী বাবর, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জয়নাল আবেদীন (২), কোষাধ্যক্ষ মো. সুলেমান মিয়া এর নাম রয়েছে।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, এম. মোসাদ্দেক আহমদ মানিক, মো. আব্দুল লতিফ, মো. মহি উদ্দিন, কালিপদ দেব, মো. আসিদ আলী, বদরুজ্জামান চৌধুরী জহির, মো. আব্দুল আলী, মো. ছাদ আলী, রুপেন্দ্র সিংহ, কবির হোসেন হুছন, সীতারাম বীন, ;য়া শংকর কৈরী, রাসেল মতলিব তরফদার ফখরু, মো. সাহেদুল আলম, পারুল কুরাইয়া, তাজুদ আলী, মো. সেলিম মিয়া. মো. রেজা উদ্দিন, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম শামীম, রামভজন কৈরী, আব্দুল গফুর (মেম্বার), আরিফুজ্জামান অপু, মো. ফারুক আহমদ, আশরাফুল হক বদরুল, আলতাফুর রহমান আলতু, মোস্তফা কামাল, মো. খলিলুর রহমান, আব্দুল মালিক বাবুল, মো. মাসুক আহমদ, রুবিনা আক্তার, নারায়ণ মল্লিক সাগর ও করুনা শর্মা।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে শীর্ষ নেতৃবৃন্দের পরিবার সদস্য, আত্মীয় স্বজনদের একাধিক নাম থাকলেও অনেক ত্যাগী লোক স্থান পাননি। এছাড়া আওয়ামীলীগের ভোট ব্যাংক খ্যাত চা শ্রমিক, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৭১ সদস্যের বিশাল কমিটিতে একেবারে অল্পসংখ্যক লোক স্থান পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ত্যাগী নেতাকর্মীরা উপজেলা কমিটিতে স্থান না পাওয়ায় তৃণমূলে ক্ষোভ আর হতাশা রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com