শাহনেওয়াজ উৎপল//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কঠোর লকডাউন বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।
শুক্রবার (০২ জুলাই) সকালে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলা সদরসহ সবকটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোন শপিংমল দোকানপাট ছিলো সম্পূর্ণ বন্ধ। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতেও দেখা যায়নি। যারা লকডাউন দেখতে কিংবা কোন বিশেষ প্রয়োজন ছাড়া বের হয়েছেন তারাও মুখোমুখি হতে হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। গুণতে হয়েছে জরিমানা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত কঠোর বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতকল্পে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সর্বাত্নক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারাসমুহ লংঘনের অপরাধে ৩৭২ জন ব্যক্তিকে ১ লাখ ৯০ হাজার ৬শত ৫০ টাকা জরিমানা করা হয় এবং সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ সম্পর্কে
জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রাখা হয়। এছাড়াও সার্বিক শৃঙ্খলা রক্ষায় দিনব্যাপী গ্রাম-পুলিশ সক্রিয় ছিলেন এবং হাট-বাজার গুলোতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে রোভার স্কাউট এর সদস্যরা তৎপর ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ-দৌলা খাঁন জানান, এক সপ্তাহের কঠোর লকডাউনে জেলা জুড়ে ৩৩ টি মোবাইল টিম টহল দিচ্ছেন। যারা লকডাউন মানছেন না তাদেরকে জরিমানাসহ জনসচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply