স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলার আড়িয়ল বাজার, চম্পকনগর বাজার, নয়াগাঁও বাজার, সিঙ্গারবিল বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
শনিবার (০৩ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১৭ টি মামলায় ১৭ জন অমান্যকারীকে ১৪ হাজার ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও কঠোরভাবে সতর্ক করা হয়।
এসময় বিনাকারণে ঘুরাঘুরি করায় ১৩ জনকে ভবিষ্যতে ভূল করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়।অভিযানে বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত জানান, কঠোর লকডাউনের তৃতীয় দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৭ জনকে অর্থদণ্ড ও ১৩ জনকে মুচলেকা প্রদান করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply