ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল ও সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকা।
জানা যায়, লকডাউনের চতুর্থ দিনে সরাইল বাজারে অভিযানে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল ও সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকা পৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃথক পৃথকভাবে বাজারে লকডাউন ও বিধিনিষেধ অমান্য ও সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০০৮ এ সরাইল বাজারের ৩৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, রোবার স্কাউট, চেয়ারম্যান, মেম্বাররা সহযোগিতা করছে। লকডাউন বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। সাধারণ মানুষকে মটিবেট করা হচ্ছে। যাদের কাছে মাক্স নেয় তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স দিচ্ছি। সরকারের পক্ষ থেকে যেসব বিধি নিষেধ আরোপ করা হয়েছে তা মানছে না তাদেরকে জেল দিচ্ছি। এবং শতভাগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। লকডাউন অমান্য করায় মাক্স বিহীন পথচারী, মুদী দোকান, চা ও খাবারের হোটেল াযথা আড্ডা দেয়া হচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এখনো ২টি মোবাইল টিম মাঠে কাজ করছে। মানুষকে ঘরে থাকার জন্য গত কয়েক দিন ধরে আমরা সচেতন করতে কাজ করেছি। তাই আইন ভঙ্গ করলে কাউকে ছাড় দেয়া হচ্ছেনা বলে জানান তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply