স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের ৭ম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর তৎপরতায় লকডাউন অমান্যকারীদের জরিমানাসহ কঠোরভাবে সতর্ক করা হয়েছেন।
বুধবার (০৭ জুলাই) জেলা সদরসহ জেলার ৯ টি উপজেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয়তায় ৩২৩ জনকে জরিমানা গুনতে হয়েছে।
বিজয়নগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মার অভিযান।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত কঠোর বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতকল্পে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সর্বাত্নক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারাসমুহ লংঘনের অপরাধে ৩২১ জন ব্যক্তিকে ১ লাখ ৯৬ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করা হয় এবং সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রাখা হয়। এছাড়াও সার্বিক শৃঙ্খলা রক্ষায় দিনব্যাপী গ্রাম-পুলিশ সক্রিয় ছিলেন এবং হাট-বাজার গুলোতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে রোভার স্কাউট এর সদস্যরা তৎপর ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ-দৌলা খাঁন জানান, সরকারের ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। যার আইন অমান্য করছেন তারাই আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে। এমনকি তাদেরকে সাময়িক জরিমানা করে সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply