ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির এক ভাচুর্যয়াল সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাচর্যুয়াল সভায় পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অনুকুলে বরাদ্দকৃত অসহায়, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভিজিএফ খাদ্যশস্য বিতরণের তালিকাপ্রস্তুতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উক্ত ভাচুর্যয়াল সভা পরিচালনা করেন পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফার“ক জীবন, ফার“ক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফার“ক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ার“ল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, করোনা মহামারিসহ নানাভাবে ভয়াবহ দুর্যোগ ও প্রতিকূল অবস্থা আমরা মোকাবিলা করছি। বর্তমান পরিস্থিতিতে সকলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার অসহায়, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভিজিএফ খাদ্যশস্য বিতরণের তালিকা পুঙ্কানুপুঙ্কভাবে অধিকতর যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রস্তুত করে তাদের মাঝে বিতরণ নিশ্চিত করতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply