স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের ৪ দিন পর তাসনিন আক্তার (০৬) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২০ জুলাই ২০২১ ইং) (ঈদের আগের দিন) সন্ধ্যায় উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের কামাল মিয়ার মেয়ে তাসনিন আক্তার মায়ের সাথে ঘুরতে যান। ঘুরতে যাওয়ার কিছুক্ষণ পর শিশু তাসনিনের মা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে তাসনিন আর বাড়ি ফিরেননি। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাসনিনকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। না পেয়ে শিশুটির সন্ধান চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
এদিকে শিশু তাসনিন নিখোঁজের চারদিন পর আজ শনিবার সকাল ৯ টায় চান্দুরা গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের পাশের একটি ড্রেইনে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply