স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মোখলেছুর রহমান (৬০) নামে এক সিনিয়র আইনজীবী নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সিনিয়র সহসভাপতি ও পৌর শহরের পূর্ব মেড্ডার বাসিন্দা।
সোমবার (২৬ জুলাই) বেলা আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার নিজ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
জানা যায়, আজ সোমবার দুপুর আড়াইটার সময় জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় নিজের নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান। সেখানে ময়লা পরিস্কার করতে গিয়ে রিলিং ভেঙে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে জৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
এদিকে, সোমবার রাত ৮ টায় জেলা শহরের পূর্ব মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের তারাখলা গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ঐ গ্রামের শ্যামা সর্দারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply