স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে করোনা সংক্রমনে আক্রান্ত রোগীদেরকে তাদের বাড়িতে গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী সংগঠন “ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড” কে দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন দুইজন দানশীল ব্যক্তি।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা মোঃ পারভেজ ও পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসিন্দা কাতার প্রবাসী মোঃ রাসেল মিয়া সংগঠনের কার্যালয়ে এসে (পশ্চিম পাইকপাড়ার টিউলিপ ভবন) সংগঠনের আহবায়ক ও জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার হাতে সিলিন্ডার দুটি হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে শহরের সূর্যমুখী কিন্ডার গার্টেনের শিক্ষিক নিগার সুলতানা নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।
সিলিন্ডার ও নগদ টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ব্রিগেড তদারক কমিটির সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক ও ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক সাংবাদিক আবদুন নূর, জেলা ওয়াকার্র্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যোত নাগ, ওয়াকার্স পার্টির শহর কমিটির সভাপতি মোঃ নাসির মিয়া, একাত্তরের ঘাতক দালাল নিমর্ূল কমিটি, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, খেলাঘর আসর জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিগ্রেডের যুগ্ম আহবায়ক কাজী তানভির আহমেদ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, এপেক্স ক্লাব অব তিতাসের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
এসময় সিলিন্ডার প্রদানকারীরা জানান, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড মানুষের কল্যাণে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছে। তারা যেন আরো অধিক মানুষের পাশে দাড়াঁতে পারে, মানবিক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে তাই আমাদের এই প্রয়াস।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply