স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৪১৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ৬ জন। আজকের সংক্রমণের হার ৪১.৩৪%।
মঙ্গলবার (৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সিভিল কার্যালয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৯৯৯ টি রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৪১৩ জনের করোনা সনাক্ত করা হয়েছে। আজ সুস্থ হয়েছেন ১৫৮ জন।
করোনা আক্রান্ত ৪১৩ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৫৪ জন, কসবায় ৭৯ জন, সরাইলে ৫ জন, আখাউড়ায় ৭ জন, আশুগঞ্জে ৭ জন, নাসিরনগরে ১২ জন, বিজয়নগরে ৮ জন, নবীনগরে ১১০ জন ও বাঞ্ছারামপুরে ৩১ জন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে নিহত ৬ জনের মধ্যে নবীনগরে ৩ জন, সদর উপজেলায় ২ জন ও আখাউড়ায় ১ জন। এদের মধ্যে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও আখাউড়ায় নিজ বাস ভবনে ১ জন মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন থাকতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তিনি সকলকে মাস্ক পড়তে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে ও ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়ার আহ্বান জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply