স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, মুখে যা বলবেন, হৃদয়ে তা ধারণ করবেন এবং দু’হাতে তা বাস্তবায়ন করবেন।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ১০টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসৃচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ১৫ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে জেলা কৃষকলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য ছাদেকুর রহমান শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ জহিরুল হক ভূইয়া, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক, আলাউদ্দিন আলী, এডঃ ফারুক, আমির হোসেন ফারুক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মতিউর রহমান, ইউনুছ মিয়া, রাজ্জাক মিয়া, শিউলী মোছেনা প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply