স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সারা দেশে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে গতকাল শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের টিকাদান কেন্দ্র ১ নং ওয়ার্ডে মেড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় (সিও অফিস সংলগ্ন), ২ নং ওয়ার্ডে মেড্ডাস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, ৩ নং ওয়ার্ডে মুন্সেফপাড়া ক্রিসেন্ট কিন্ডার গার্টেন, ৪ নং ওয়ার্ডে পূর্ব পাইকপাড়া হুমাযূন কবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫ নং ওয়ার্ডে হুমায়ুন কবীর পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডে দক্ষিণ পৈরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭ নং ওয়ার্ডে গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়, ৮ নং ওয়ার্ডে কাজীপাড়ার পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯ নং ওয়ার্ডে মৌড়াইল সাহেরা গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১০ নং ওয়ার্ডে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, ১১ নং ওয়ার্ডে শিমরাইল কান্দি বিএডিসি কার্যালয়ে ১২ নং ওয়ার্ডে ভাদুঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে টিকা প্রদান করা হয়।
শনিবার (০৭ আগস্ট) চলমান টিকাদান কর্মসূচী পরিদর্শন, তদারকি ও সার্বিক সহযোগিতা করেছেন স্ব স্ব ওয়ার্ডের পৌর কাউন্সিলর এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। এদিকে টিকাদান কেন্দ্র সমূহের সার্বক্ষণিক তদারকি ও খোঁজ- খবর নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। এ সময় তিনি সুষ্ঠু ও সুচারূভাবে টিকাদান কর্মসূচী পরিচালনার নির্দেশ প্রদান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply