স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সপ্তম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা প্রশাসন। এসময় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে এসময় বর কনের বাড়িতে গিয়ে পৌঁছেনি।
সোমবার (০৯ আগস্ট) দুপুরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নুরপুর গ্রামে উপস্থিত হয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফসার এ বাল্যবিয়ে বন্ধ করেন।
জানা যায়, গতকাল সোমবার জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নুরপুর গ্রামে ৭ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফসার ও থানা পুলিশ মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের মা’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে জিঙ্গাসাবাদ করেন। এসময় মেয়ের বয়স ১৮ বছর হয়নি বলে নিশ্চিত হয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়ের মাকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন ও মেয়ের মার কাছ থেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফসার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply